রাজধানীর উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক তরুণী প্রাণ হারিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণ-তরুণীটি রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলছিলেন। এ সময় ঢাকামুখী ও টঙ্গীমুখী দুটি ট্রেন একইসঙ্গে ক্রস করছিল। হঠাৎ টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় তরুণীটি ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত তরুণকে দ্রুত কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে এবং রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই দুর্ঘটনার জন্য অসচেতনতা ও রেললাইনে অবাধ চলাফেরাকে দায়ী করছেন।