কক্সবাজারের সুগন্ধা সমুদ্রসৈকতে গোসলে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম আরফাত (৩০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কামাল হোসেনের ছেলে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি জানান, আরফাত কয়েকজন বন্ধুর সঙ্গে সৈকতে গোসলে নামেন। কিছুক্ষণ পর হঠাৎ প্রবল ঢেউয়ের তোড়ে তিনি সাগরে তলিয়ে যান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না।
পরে কিছুক্ষণ পর তার মরদেহ সাগরে ভেসে উঠলে সি-সেইফ লাইফগার্ড দলের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাফিজ ইনতেসার নাফি আরও জানান, মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং সৈকতে সতর্কতা জোরদার করা হয়েছে।