বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭৮তম আসর শুরু হয়েছে ফ্রান্সের কান শহরে। মঙ্গলবার (১৩ মে) পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা তারকা, নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে জমজমাট এক আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় শুরু হওয়া এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কিংবদন্তি হলিউড অভিনেতা ও নির্মাতা রবার্ট ডি নিরোকে সম্মানসূচক স্বর্ণপাম প্রদান করা হয়।
এবারের আসরে তিন বছর পর ফিরলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তার নতুন সিনেমা ‘Mission: Impossible – Dead Reckoning’ (দ্য ফাইনাল রিকনিং) প্রদর্শিত হয় প্রতিযোগিতার বাইরের বিভাগে। ছবিটির বিশেষ প্রদর্শনী উপলক্ষে কান সৈকতে হাজির হন এই জনপ্রিয় অভিনেতা।
মেরুন পোলো শার্ট ও ম্যাচিং প্যান্টের সঙ্গে কালো সানগ্লাস পরে রেড কার্পেটে টম ক্রুজের উপস্থিতি ছিল চোখ ধাঁধানো। ভক্ত ও গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, “আমি চাই দর্শক ছবিটি উপভোগ করুক। আমরা কাজটি খুব আনন্দ নিয়ে করেছি। সেই আনন্দটা যেন দর্শকদের মাঝেও পৌঁছায়।”
চলচ্চিত্র অনুরাগীদের কাছে কান উৎসব শুধু চলচ্চিত্র নয়, বরং তারকাদের ঝলমলে উপস্থিতি ও নানা চমকের কেন্দ্র হয়ে উঠেছে। এবারের ৭৮তম আসর চলবে আগামী ২৪ মে পর্যন্ত।