চাঁদপুরে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৩০ পরিবারের মধ্যে মোট ৫৯ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন নিজ হাতে শহীদ পরিবারের সদস্যদের অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, আন্দোলনকারী শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন স্বামী বা ভাই—এই ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আর্থিক অনুদান দিয়ে তাঁদের কষ্ট পূরণ করতে পারি না, এটি কেবল আমাদের কর্তব্যবোধের অংশ।”
তিনি আরও বলেন, “অনুদান বিতরণ নিয়ে যেন পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যার নাম তালিকায় আছে, কেবল তিনিই অনুদান পাবেন।”
স্থানীয় প্রশাসনের এই সহায়তা কর্মসূচি শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।