Ridge Bangla

মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে টাইগারদের দাপুটে জয়

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি জিম্বাবুয়ে। সাগরিকায় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, সাদমান ইসলামের সেঞ্চুরি এবং তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়।

মেহেদি হাসান মিরাজ প্রথমে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস উপহার দেন। দলের টপ অর্ডার ব্যর্থতার পর বোলারদের নিয়ে লড়াই করে ১১টি চারে ও একটি ছক্কায় টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি করেন ১০৪ রান। এরপর বল হাতে ২১ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

অন্যদিকে, ওপেনার সাদমান ইসলাম অনিক দীর্ঘ ৫ বছর পর ফেরান টেস্ট সেঞ্চুরির স্বাদ। তার ১২০ রানের ইনিংসটি ছিল ১৬টি চার ও একটি ছক্কায় সাজানো। স্পিনার তাইজুল ইসলাম প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে মাত্র ২২৭ রানে গুটিয়ে দেন। দ্বিতীয় ইনিংসেও ব্যাটে ও বলে অবদান রাখেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২২৭/১০ (৯০.১ ওভার); উইলিয়ামস ৬৭, ওয়েলস ৫৪; তাইজুল ৬/৬০
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৪৪/১০ (১২৯.২ ওভার); সাদমান ১২০, মিরাজ ১০৪; মাসেকেসে ৫/১১৫
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ১১১/১০ (৪৬.২ ওভার); কারান ৪৬; মিরাজ ৫/৩২

ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী
ম্যাচ সেরা: মেহেদি হাসান মিরাজ
সিরিজ সেরা: মেহেদি হাসান মিরাজ
সিরিজ ফল: দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ

আরো পড়ুন