সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় জানানো হয়েছে, দেশের ২০টি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৮টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে এসব এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, বরগুনা, ভোলা, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিতে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে দুর্যোগকালীন সময়ের জন্য আবহাওয়া অধিদপ্তর ১০টি সতর্কতা জারি করেছে:
১. বজ্রপাত হলে ঘরের মধ্যে নিরাপদে অবস্থান করুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. বজ্রপাতের সময় বাইরে যাত্রা এড়িয়ে চলুন।
৪. দ্রুত কোনো নিরাপদ আশ্রয়ে চলে যান।
৫. গাছের নিচে অবস্থান করবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শয়ন ও দেয়ালে হেলান না দেওয়ার পরামর্শ।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখুন।
৮. জলাশয়ে অবস্থান করলে তাৎক্ষণিকভাবে সরে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলাবৃষ্টির সময় ঘরের ভেতরে অবস্থান করুন।
আবহাওয়া অধিদপ্তরের এই সতর্কতা জনসাধারণকে নিরাপদে রাখার জন্য সময়োচিত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।