Ridge Bangla

বিভিন্ন জেলায় রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আজ বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টা থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা, ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে।

খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় রাত ১০টা থেকেই বৃষ্টি শুরু হয়েছে, যা রাত ৩টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাতেও দেওয়া হয়েছে।

এছাড়া, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায়ও রাতভর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন