কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন নবম শ্রেণির তিন ছাত্রী। মঙ্গলবার দুপুরে উপজেলার চরটেকী নামাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫), এবং বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল শেষে বাড়ি ফিরছিলেন তিন শিক্ষার্থী। পথে ঝড়বৃষ্টির মধ্যে পড়লে চরটেকী নামাপাড়া এলাকায় বজ্রপাতের শিকার হন তারা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। বর্ষাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। নিহতদের পরিবারে চলছে শোকের আহাজারি।