Ridge Bangla

ভারতের তিন রাফাল, এক মিগসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভারতের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভূপাতিত হওয়া বিমানের মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯। একই সঙ্গে তারা ভারতীয় এক ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দেওয়ার কথাও জানিয়েছে। শ্রীনগরে এই হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ইসলামাবাদ ও পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলের সব স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আরও জানান, ভারতীয় হামলায় কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে অন্তত ৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। এরপর পাকিস্তান দ্রুত পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সামরিক হামলা চালায় এবং পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ভূপাতিত রাফাল যুদ্ধবিমানগুলো দাসোঁ এভিয়েশনের তৈরি, যেগুলো ভারত বিমানবাহী রণতরী থেকেও পরিচালনা করে থাকে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, “পাকিস্তান আত্মরক্ষার জন্য কাজ করেছে। আমাদের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। তারা তাদের ঋণ শোধ করেছে।”

অন্যদিকে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেন, “ভারত পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে আক্রমণ চালিয়েছে। এর বিরুদ্ধে জোরালো জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং সেটিই করা হচ্ছে। পুরো জাতি সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে দুই দেশের মধ্যে ক্রমেই সংঘাত তীব্র হয়ে উঠে এবং মঙ্গলবার রাতে তা চূড়ান্ত রূপ নেয়।

আরো পড়ুন