দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে—মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক ও যাত্রী দেলোয়ার। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁওগামী একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুজন মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন, তবে ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।