টাঙ্গাইলের কালিহাতী ও সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (২৩ মে) বিকেলে কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান এবং আহত হন অন্তত ১০ জন। নিহতরা হলেন—ঘাটাইল উপজেলার হামিদপুর গুসাইবাড়ি গ্রামের আব্দুস সালাম (৪০) এবং মির্জাপুর উপজেলার সাটিয়াচুরা গ্রামের এস এম আলম (৬৫)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই দিন বিকেলে সখীপুর পৌর এলাকার গড়গোবিন্দপুর গ্রামে, রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হয় সোয়াদ আল সাফওয়ান (৫) নামের এক শিশু।
কালিহাতী থানার ওসি জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক দুটি দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উভয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।