ঢাকার যাত্রাবাড়ীতে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাত ৯টা ১০ মিনিটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আবির হাসান মজুমদার (৩০), মো. সজিব (৩১) ও বাবুল হাসান (৪২)-কে। তাদের মধ্যে একজন স্বামীবাগ এলাকার বাসিন্দা এবং বাকিরা দয়াগঞ্জ ও গেন্ডারিয়া এলাকার বাসিন্দা।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ মে সকাল সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যরা হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহী ও একটি প্রাইভেট কারকে থামার নির্দেশ দিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রাইভেট কারের চালক ক্ষিপ্ত হয়ে গাড়িটি চালিয়ে এক পুলিশ কনস্টেবলের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন, যদিও কনস্টেবলটি সরে গিয়ে রক্ষা পান।
এরপর প্রাইভেট কার ও মোটরসাইকেলের আরোহীরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হন, গালাগাল করেন এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর ট্রাফিক সার্জেন্ট মো. আমিনুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।