ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রহড়া থানার পুলিশ। আটককৃতরা দাবি করেছেন, তারা বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মী।
আটক হওয়া ব্যক্তিরা হলেন মজনু গাজী (৫২), মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী (৪০), এবং মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। তাদের মধ্যে মজনু গাজীর বাড়ি খুলনার দৌলতপুর এবং কামাল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায়। মেহেদী হাসানের সুনির্দিষ্ট ঠিকানা জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর এই তিনজন সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে রহড়া থানার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে তারা গ্রেফতার হন।
প্রথমে রহড়া এলাকা থেকে মজনু গাজী ও মোহাম্মদ কামাল শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কলকাতার নিউ টাউনের ঘুনি লস্কর পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ মেহেদী হাসানকে।
তিনজনের বিরুদ্ধেই ভারতের ফরেনার্স অ্যাক্ট (১৪ ধারায়) মামলা করা হয়েছে। রোববার (১৮ মে) তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।