Ridge Bangla

শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই: অমিত হাসান

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক অমিত হাসান ফের আলোচনায় এসেছেন বিস্ফোরক মন্তব্য করে। সোমবার (১২ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।” তার এই মন্তব্য চলচ্চিত্র অঙ্গনে দারুণ সাড়া ফেলেছে।

এই স্ট্যাটাসের বিষয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে অমিত হাসান বলেন, “সিনিয়র শিল্পীদের নিয়ে এখন আর গল্প লেখা হয় না। আমিত হাসান, রুবেল, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ—সবাই চলচ্চিত্র থেকে দূরে। এমনকি জুনিয়রদের হাতেও কাজ নেই, যেমন বাপ্পি চৌধুরী, সায়মন সাদিক। তাহলে শিল্পী সমিতিতে যাবে কে?”

তার স্ট্যাটাসে সহমত প্রকাশ করেছেন ওমর সানীও। তিনি মন্তব্য করেন, “একদম সত্যি ভালো বলছিস।”

অমিত হাসান জানান, বর্তমানে এফডিসিতে শুটিং হলেও শিল্পীরা আর শিল্পী সমিতিতে আসেন না। আগে দেখা যেত, কেউ শুটিং করতে এসে শিল্পী সমিতিতে যেতেন, বসতেন, আড্ডা দিতেন। কিন্তু এখন এই যোগাযোগ, আন্তরিকতার পরিবেশ আর নেই।

বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজল—দুজনেই দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন, যা সংগঠনের কার্যক্রমকে স্থবির করে ফেলেছে বলে মনে করেন অমিত হাসান।

তিনি বলেন, “চলচ্চিত্র শিল্পী সমিতিতে এখন কোনো গ্রহণযোগ্য নেতৃত্ব নেই। যারা আছেন, তারাও মাসের পর মাস দেশে থাকেন না। রাজ্জাক, আলমগীর, মান্না, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, আহমেদ শরীফ, মাহমুদ কলির মতো সিনিয়ররা আগে নেতৃত্বে ছিলেন। তখন শিল্পীদের মাঝে আন্তরিকতা, সম্পর্ক ও সম্মানবোধ ছিল। এখন সবটাই অনুপস্থিত।”

শিল্পী সমিতির প্রতি এই সরব অবস্থান চলচ্চিত্র অঙ্গনে একটি গভীর সংকেত দিচ্ছে, যা আগামী দিনে বড় আলোচনার জন্ম দিতে পারে।

আরো পড়ুন