Ridge Bangla

এ এক অন্য রকম পিয়া বিপাশা

ছোট পর্দার জনপ্রিয় মুখ পিয়া বিপাশা ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। প্রতিযোগিতায় সেরা দশে উঠলেও হঠাৎ করেই ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন, যা তাঁকে পরিচিতি এনে দেয়।

২০১৩ সালে তাহসান খানের বিপরীতে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে তাঁর অভিনয় অভিষেক ঘটে। এর পর থেকেই একে একে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন তিনি। আফরান নিশো, অপূর্ব, রিয়াজ, আহমেদ রুবেল, আফজাল হোসেন এবং চঞ্চল চৌধুরীর মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেন পিয়া।

২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ চলচ্চিত্রে এবিএম সুমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করে সিনেমায় অভিষেক হয় তাঁর। সিনেমাটি পরিচালনা করেন সায়েম জাফর ইমামি। এরপর আরও বেশ কিছু চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তিনি। তবে অজানা কারণে কিছু সিনেমা থেকে বাদ পড়েন, আবার কিছু থেকে স্বেচ্ছায় সরে আসেন।

এই সময়েই বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া বিপাশা এবং তাঁদের সংসারে জন্ম নেয় একটি কন্যা সন্তান। তবে দাম্পত্য জীবন টেকেনি, বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে নতুন সম্পর্কে জড়ান তিনি, কিন্তু সেখানেও দীর্ঘস্থায়ী হয়নি সম্পর্কটি। ঢাকার এক যুবকের সঙ্গে বিয়ের পরিকল্পনাও করেছিলেন, কিন্তু মতের অমিলের কারণে সে সম্পর্ক থেকেও সরে আসেন।

পরে মার্কিন নাগরিক রিজবেইয়ের সঙ্গে পরিচয় হয় পিয়ার। চার মাসের জানাশোনার পর ২০১৯ সালের ২১ জুলাই তাঁরা পারিবারিকভাবে বাগদান সারেন। এরপর বিয়ে করে নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন পিয়া বিপাশা।

সেখানে থেকেই তিনি অংশ নেন মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়, যা ছিল তাঁর জীবনের একটি বড় মাইলফলক। তিনি দ্বিতীয় বাঙালি নারী হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করতে ওজন কমিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তোলেন তিনি। স্বামী ও শ্বশুর-শাশুড়ির সহযোগিতায় এই যাত্রা সফলভাবে এগিয়ে নেন।

সামাজিক মাধ্যমে বিশেষত ইনস্টাগ্রামে পিয়া বিপাশা বেশ সক্রিয়। নিয়মিত ছবি ও আপডেট পোস্ট করে তিনি নেটিজেনদের মনোযোগে রয়েছেন।

আরো পড়ুন