রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য আসছে এক বড় সুসংবাদ। প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত দশতলা বিশিষ্ট একটি আধুনিক আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বরেই। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এস. এম. ওবায়দুল ইসলাম।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই হলের নির্মাণকাজ শুরু হয়। নির্মাণ কাজ পরিচালনা করছে মাজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। তবে হলটির নামকরণ নিয়ে রয়েছে মতবিরোধ। বিগত প্রশাসন এটি ‘শহীদ এএইচএম কামরুজ্জামান হল’ নামকরণ করলেও, জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীরা এর নাম ‘সাকিব-রায়হান হল’ রাখার দাবি জানিয়েছেন। এখনো চূড়ান্ত নাম নির্ধারণ হয়নি।
২৪ হাজার বর্গমিটারের এই আবাসিক হলটি রাবির সবচেয়ে বড় হল হতে যাচ্ছে। এতে থাকছে ৫৯৮টি কক্ষ, প্রতিটিই দুই আসনের। এছাড়া রয়েছে চারটি লিফট, চারটি প্রশস্ত সিঁড়ি, আধুনিক লাইব্রেরি, অডিটোরিয়াম, ইনডোর গেমস কক্ষ, জিমনেশিয়াম, রিডিং রুম, গ্রীণ জোন এবং প্রয়োজনীয় দোকান।
নিরাপত্তার জন্য থাকবে সিসিটিভি ক্যামেরা এবং একটি আইটি নিয়ন্ত্রিত মনিটরিং কক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এই হলটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।