একসময় ‘কুঁড়েঘর’ ব্যান্ডের হয়ে একসঙ্গে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন তাসরিফ খান ও জিসান খান শুভ। তবে শুভ একক ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পর তাঁদের যুগল সংগীতযাত্রায় পড়ে বিরতি। প্রায় আট বছর পর আবারও একসঙ্গে গান করলেন এই দুই শিল্পী, গানের নাম ‘পাহাড় যাব’।
গানটির কথা ও সুর করেছেন তারা নিজেরাই। তাসরিফ খান জানান, “শুভ আর আমি একই এলাকার মানুষ, সে আমার ভাইয়ের মতো। প্রায় আট বছর পর একসঙ্গে গান করলাম। এই গানে আমাদের কণ্ঠের সেই পুরনো ম্যাজিকটা শ্রোতারা অনুভব করবেন। এই গান অনেককে পাহাড় ভ্রমণে উৎসাহ জোগাবে।”
জিসান খান শুভ বলেন, “অনেক বছর পর কুঁড়েঘরের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। এটা শুধুই একটা গান নয়, আমাদের পুরনো বন্ধন ও আবেগের বহিঃপ্রকাশ।”
‘পাহাড় যাব’ গানচিত্রটি দেখা যাচ্ছে কুঁড়েঘর ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।