রোমান্টিক ঘরানার অভিনেত্রী হিসেবে পরিচিত তাসনিয়া ফারিণ এবার নতুন রূপে হাজির হচ্ছেন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ইনসাফ’-এ। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন শরীফুল রাজের বিপরীতে, যেখানে রাজকে দেখা যাবে এক ভয়ংকর সন্ত্রাসীর চরিত্রে। আর ফারিণের নতুন রূপ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এক সাক্ষাৎকারে রাজের অভিনয় ও পেশাদার মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, “শুটিং চলাকালীন রাজ কখনোই মোবাইল ফোন ব্যবহার করতেন না। এমনকি সাত–আট মাস ধরে ফোন ছাড়া ছিলেন, যা আমার কাছে একদমই অস্বাভাবিক মনে হয়েছে। তিনি নিজেকে চরিত্রে এমনভাবে ঢেলে দেন, যা একজন সহ-অভিনেত্রী হিসেবে আমাকে প্রেরণা জুগিয়েছে।”
ফারিণ আরও বলেন, সিনেমাটিতে মোশাররফ করিমের সঙ্গে কাজ করাও ছিল তার জন্য সৌভাগ্যের ব্যাপার। “তিনি আমাকে যেসব পরামর্শ দিয়েছেন, সেগুলো আমি জীবনের পথে দৈব বাণীর মতো মনে করি। তার অভিজ্ঞতা ও উপস্থিতি আমাকে অনেক সমৃদ্ধ করেছে,” যোগ করেন ফারিণ।
সিনেমা ‘ইনসাফ’ ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে এবং এতে তাসনিয়া ফারিণের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক ছবিতে অভিষেক হচ্ছে।