ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “দীর্ঘ দেড় দশক ধরে জনগণ ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। তবে এবার কিছুটা স্বস্তির পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে জনগণ।” তিনি আরও বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক অবক্ষয় ও নানাবিধ সংকটের মধ্যেও ঈদুল আজহার পবিত্র বার্তা আমাদের কাছে আনন্দ ও ত্যাগের মর্মবাণী নিয়ে আসে। এই চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে।”
ফ্যাসিবাদী শাসনের প্রেক্ষিতে দেশে নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে যে অবক্ষয় দেখা দিয়েছে, তা থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তি ও ন্যায়ের সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।
অর্থনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, “মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, পানি, গ্যাস ও বিদ্যুৎ সংকট—সব মিলিয়ে সাধারণ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। ঈদের আনন্দ যেন সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষদের মাঝেও ছড়িয়ে পড়ে, সেজন্য সমাজের বিত্তবানদের দায়িত্বশীল হতে হবে।”
বিবৃতির শেষাংশে তিনি বলেন, “ঈদ হোক মানবিকতা, ত্যাগ ও ভালোবাসার উৎসব।”