ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সামরিক হামলার তীব্র নিন্দা জানান এবং উভয় পক্ষকে সংযম ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।
তারেক রহমান লেখেন, “আশপাশের অঞ্চলে যখন উত্তেজনা বাড়ছে, তখন আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একইসঙ্গে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করছি।”
তিনি আরও বলেন, “অভিন্ন স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলাই সবার জন্য মঙ্গলজনক।”
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সশস্ত্র সংঘাতে দুই দেশের সীমান্ত এলাকায় হতাহতের ঘটনা ঘটছে। এই প্রেক্ষাপটেই বিএনপি নেতার এমন বার্তা আসলো, যা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।