Ridge Bangla

তারেক রহমানের নির্দেশেই পরিচালিত হয়েছে জুলাই-আগস্টের আন্দোলন: শফিউদ্দিন আহম্মেদ সেন্টু

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিউদ্দিন আহম্মেদ সেন্টু দাবি করেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যে গণআন্দোলন হয়েছে, তা তারেক রহমানের সরাসরি নির্দেশেই পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভায় তিনি বলেন, “এই সফল আন্দোলনের কৃতিত্ব কেউ কেউ নিজেদের নামে নিতে চাইছে, অথচ আন্দোলনের প্রকৃত নেতৃত্ব ছিল তারেক রহমানের।”

সভাটি আয়োজন করে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দল, আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক সমাবেশ সফল করার লক্ষ্যে।

সেন্টু আরও বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি, তা সফল হয়েছে। এখন কিছু গোষ্ঠী নিজেদের আন্দোলনের নায়ক হিসেবে প্রচার করছে, অথচ তাদের ভিত্তি খুবই দুর্বল।”

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তুহিনুর রহমান।

এছাড়া সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম হাওলাদার সেতু, মিজানুর রহমান সজীবসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, যারা আগামী সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের অঙ্গীকার করেন।

আরো পড়ুন