Ridge Bangla

ছাড়পত্র পেল ‘তাণ্ডব’, ঈদেই মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা

এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই ছবিটি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বিষয়টি বুধবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

ছবির ছাড়পত্রের সনদ প্রকাশ করে রাফী জানান, সিনেমাটি ‘ইউ’ গ্রেড পেয়েছে—অর্থাৎ সব বয়সী দর্শক ‘তাণ্ডব’ উপভোগ করতে পারবেন।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জানান, “দুই দিন আগে ছবিটির স্ক্রিনিং হয়েছে। ‘তাণ্ডব’ দারুণ হয়েছে। চমৎকার মেকিং, গল্প বলার ধরণও একেবারে নতুন। এবারের ঈদের অন্যান্য ছবিগুলোর মধ্যেও এটি আলাদা করে নজর কেড়েছে।”

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বিশেষ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জয়া আহসান। এছাড়াও রয়েছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসভিএফ (Shree Venkatesh Films) ও বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। শাকিব খান ও রায়হান রাফীর প্রথম জুটি হিসেবে ‘তাণ্ডব’ ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে। সিনেমাটি ঈদে মুক্তি পেলে বক্স অফিসে নতুন চমক নিয়ে আসবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন