দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া নতুন করে বিতর্কের মুখে পড়েছেন। কর্নাটকের সরকারি সাবান ‘মাইসোর স্যান্ডেল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে রাজ্যে উঠেছে প্রতিবাদের ঝড়।
সাম্প্রতিক সময়ে সোনু নিগম কন্নড় ভাষায় গান গাওয়ার বিরুদ্ধে জোরজুলুমের প্রতিবাদ করে কর্নাটকের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হন। এবার একইরকম আঞ্চলিক অসন্তোষের রোষানলে পড়েছেন তামান্না।
স্থানীয়দের দাবি, কেন একজন কন্নড় অভিনেত্রীকে বাদ দিয়ে অন্য রাজ্যের একজন নায়িকাকে এই দায়িত্ব দেওয়া হল? অনেকেই এই দায়িত্বে রুক্মিণী বসন্ত-এর নাম প্রস্তাব করেছেন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে, যেখানে ‘বহিরাগত’ নিয়োগের বিরোধিতা করা হয়েছে।
জানা গেছে, তামান্নার সঙ্গে ৬.২০ কোটি টাকার একটি দুই বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ বিষয়ে কর্নাটকের শিল্প-বাণিজ্য মন্ত্রী এমবি পাতিল জানান, তামান্নার জনপ্রিয়তা, সোশ্যাল মিডিয়া প্রভাব এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়েই তাকে নির্বাচন করা হয়েছে।
মন্ত্রী বলেন, “মাইসোর স্যান্ডেল”-কে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি শুধু একটি বিজ্ঞাপন চুক্তি নয়, বরং কন্নড় ব্র্যান্ডকে বৈশ্বিক পরিসরে প্রতিষ্ঠার একটি কৌশল।
তবে বিতর্ক থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তামান্নাকে ঘিরে শুরু হওয়া এই আঞ্চলিক অসন্তোষ কন্নড় সাংস্কৃতিক চেতনার জোরালো প্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।