Ridge Bangla

রোজাকে সারাজীবনের সঙ্গী হতে বললেন তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান চলতি বছরের শুরুতে বিয়ে করেন রোজা আহমেদকে। সম্প্রতি এই তারকা দম্পতির একটি রোমান্টিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে রোজা শেয়ার করা ওই ভিডিওতে বরফে ঢাকা মনোরম পরিবেশে তাহসান ও রোজাকে ঘনিষ্ঠ ও রোমান্টিক সময় কাটাতে দেখা যায়। বরফঝরা আবহাওয়ায় তাদের একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ার পরপরই তা ভাইরাল হয়। ভিডিওটির ক্যাপশনে রোজা লেখেন, “যখন ভালোবাসার মানুষটি আমাকে সারাজীবনের জন্য সঙ্গী হতে বলল।” ভক্তরা মনে করছেন, এটি তাদের প্রেমের প্রস্তাবের আবেগঘন মুহূর্তের প্রকাশ।

এই ভিডিও ও ক্যাপশনকে ঘিরে তাহসান-রোজার সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত পাচ্ছেন অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তাদের প্রেমময় রসায়ন ভক্তদের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনেকে শুভকামনাও জানিয়েছেন নবদম্পতিকে।

তবে রোমান্টিক এই পরিবেশের পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন তাহসান। ৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় কিছু লোক তাকে ট্রল করেছেন। উল্লেখ্য, তাহসান ২০০৬ সালে মিথিলাকে বিয়ে করেন এবং ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। কন্যা সন্তান আইরার জন্ম ২০১৩ সালে। পরে মিথিলা ২০১৯ সালে নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন।

আরো পড়ুন