Ridge Bangla

রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজলেন তাহসান

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বরাবরই তাঁর ব্যক্তিজীবনকে রেখেছেন আলাদা, আড়ালেই। পেশাগতভাবে যতটা সরব, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ঠিক ততটাই নিরব তিনি। তবে কখনো কখনো তাহসানের জীবনের বিশেষ মুহূর্তগুলো অনুরাগীদের চোখে ধরা পড়ে—এমনই একটি হৃদয়ছোঁয়া মুহূর্ত সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তাহসান ও তাঁর স্ত্রী রোজা আহমেদের একটি রোমান্টিক ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রোজা নিজেই। ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে হাতে হাত রেখে হাঁটছেন দুজন। একটি দৃশ্যে তাহসান রোজার কাঁধে হাত রেখেছেন, আরেকটি দৃশ্যে তাঁরা হাত ধরে এগিয়ে যাচ্ছেন।

পাশে বাজছে এক মিষ্টি সুরের গান, আর তাহসান নিজের মতো করে গুনগুন করে গাইছেন। মুহূর্তটিতে ভালোবাসা, প্রশান্তি আর আন্তরিকতার চমৎকার প্রকাশ চোখে পড়ে। এই দৃশ্যই এখন নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। ভিডিওটি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে, যেখানে তাহসান ও রোজার সম্পর্কের উষ্ণতা আর ভালোবাসার নিদর্শনে ভরে উঠেছে কমেন্টবক্স।

এটি শুধু একটি ভিডিও নয়, ভক্তদের কাছে এটি ভালোবাসার এক নিঃশব্দ গল্প হয়ে উঠেছে।

আরো পড়ুন