Ridge Bangla

গৃহবধূর খাটের নিচ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উদ্ধার

মাদারীপুরের ডাসারে মো. জহিরুল ইসলাম (২৯) নামের এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে এক গৃহবধূর খাটের নিচ থেকে উদ্ধার করেছেন ওই গৃহবধূর স্বামী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। জহিরুল ইসলাম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। বুধবার বিকেলে ওই নারীর বাড়িতে গোপনে প্রবেশ করলে তার স্বামী আচমকা বাড়ি ফিরে আসেন। এ সময় জহিরুল খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে স্বামী তাকে টেনে বের করে এনে ভিডিও ধারণ করেন, যা সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর অনেকে জানান, ভিডিওতে দেখা যায়, স্বামী নিজেই খাটের নিচ থেকে জহিরুলকে বের করে আনছেন এবং তাকে প্রশ্নবাণে জর্জরিত করছেন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম দাবি করেন, “আমি এক সহকর্মীর আমন্ত্রণে দাওয়াতে গিয়েছিলাম। ঘটনাটি পুরোপুরি ভুল বোঝাবুঝি। আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি।” তবে ভিডিওতে খাটের নিচে লুকিয়ে থাকার বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

আরো পড়ুন