Ridge Bangla

ভয়াবহ সংকটে সুরমা, কুশিয়ারা ও সোনাই নদী

উজানে বাঁধ নির্মাণ ও পানিপ্রবাহ নিয়ন্ত্রণের কারণে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ওপর দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও সোনাই নদী মারাত্মক পরিবেশগত সংকটে পড়েছে। সম্প্রতি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) পরিচালিত এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।

গবেষণায় বলা হয়, শুষ্ক মৌসুমে নদীগুলো প্রায় সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। নদীর তলদেশ পলিতে ভরে উঠেছে, স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাস্তুতন্ত্রে নেমে এসেছে বিপর্যয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সুরমা, কুশিয়ারা ও সোনাই এক সময় কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতির চালিকা শক্তি ছিল। কিন্তু বর্তমানে এই নদীগুলো সংকটাপন্ন নদীর তালিকায় স্থান পেয়েছে।

গবেষণায় চিহ্নিত প্রধান কারণগুলো হল:

  • উজানে বাঁধ নির্মাণ

  • দূষণ ও পলি জমা

  • অনিয়ন্ত্রিত নগরায়ণ

  • প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হওয়া

আরডিআরসি জানিয়েছে, হঠাৎ করে পানির স্তর বেড়ে বা কমে যাওয়ায় নদী-নির্ভর মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। কৃষি, মাছ চাষ, নৌযান চলাচল এবং নদীভিত্তিক জীববৈচিত্র্য সবকিছুই আজ হুমকির মুখে।

প্রতিবেদনে জোরালোভাবে বলা হয়,
এই অবস্থা চলতে থাকলে পুরো অঞ্চলজুড়ে প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নদীভিত্তিক বন্যপ্রাণী ও জলজ বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরডিআরসি নদী রক্ষায় যে সুপারিশ করেছে:

  • নদী দূষণ হ্রাসে কার্যকর ব্যবস্থা

  • নদীভাঙন রোধে প্রকল্প গ্রহণ

  • নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা

  • উজানে বাঁধ নিয়ে আন্তঃরাষ্ট্রীয় আলোচনা

  • স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও নদী ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা

আরো পড়ুন