ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইশরাকপন্থিরা। রোববার (১৮ মে) সকালে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা আন্দোলনকারীরা নগরভবনের ফটক বন্ধ করে দেন, ফলে নাগরিক সেবা নিতে আসা অনেকে ভবনে প্রবেশ করতে পারেননি।
আন্দোলনকারীরা “শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই”, “অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দাও”—এমন স্লোগানে নগরভবন মুখর করে তোলেন।
যাত্রাবাড়ী থেকে আসা আন্দোলনকারী এমদাদুল হক বলেন, “জনগণের ভোটে নির্বাচিত ইশরাককে এখনো শপথ পড়ানো হয়নি, কেন এই বিলম্ব?” তিনি হুঁশিয়ার করে বলেন, “শপথ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
পুরান ঢাকা থেকে আসা নাসরিন আক্তার বলেন, “গেজেট প্রকাশের পরও শপথ না করানো মানে জনগণের রায়ের প্রতি অবজ্ঞা।”
অন্যদিকে, শনিবার (১৭ মে) এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন অভিযোগ করেন, “ক্ষমতাসীনদের প্রভাবেই আগে মামলা ঝুলে ছিল। তবে আইনি প্রক্রিয়ার পর রায় আমার পক্ষে এসেছে। এখন শপথে বাধা দিলে তা আদালতের অবমাননা।”
উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। কিন্তু ২০২৪ সালের মার্চে আদালত ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে।