ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সোমবার (১৯ মে) সকাল থেকে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। বৃষ্টিকে উপেক্ষা করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে শত শত সমর্থক নগর ভবনের সামনে জড়ো হন।
বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা নগর ভবনের সামনের সড়ক, বঙ্গবাজার ও গোলাপ শাহ মাজারের রাস্তা অবরোধ করেন। ফলে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় চরম যানজট ও অচলাবস্থা।
সমর্থকরা স্লোগান দেন, “শপথ নিয়ে তালবাহানা চলবে না”, “আসিফ তুই স্বৈরাচার, এখনই গদি ছাড়”, “অবৈধ তালবাহানা মানি না মানবো না”। তারা বলেন, আদালত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। তারপরও তাকে দায়িত্ব না দেওয়ায় সরকারের বিরুদ্ধে ভোটের রায় উপেক্ষার অভিযোগ তুলেছেন তারা।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের পদত্যাগ দাবি করেন এবং তাকে ‘নব্য স্বৈরাচার’ বলেও আখ্যায়িত করেন।
উল্লেখ্য, গত পাঁচ দিন ধরে ইশরাক সমর্থকরা একই দাবিতে নগর ভবনের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।