ভাবা যায়! জেলখানায় বসেও প্রেম থেমে নেই! বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকলিন ফার্নান্ডেজের সম্পর্ক। একাধিক প্রতারণা ও অর্থপাচারের মামলায় জেলে থাকা সুকেশের প্রেম বার্তা, উপহার ও চিঠিপত্রের গল্প বহুদিন ধরেই মিডিয়ার শিরোনামে।
তবে এবার সেই বাস্তব কাহিনি পর্দায় আসতে চলেছে বলে বলিউডে গুঞ্জন চলছে। মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচনা, সুকেশ-জ্যাকলিনের প্রেম নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা চলছে। শোনা যাচ্ছে, একটি নামী ওটিটি প্ল্যাটফর্ম ইতোমধ্যে জ্যাকলিনের কাছে প্রস্তাবও পাঠিয়েছে।
২০২১ সাল থেকেই এই প্রেমকাহিনি নিয়ে বলিপাড়ায় নানা জল্পনা চলছিল। যদিও শুরুতে জ্যাকলিন এসবকে “গুজব” বলে উড়িয়ে দিয়েছিলেন, এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। সূত্রমতে, নির্মাতারা মনে করছেন, জ্যাকলিন ছাড়া এই কাহিনি পূর্ণতা পাবে না।
এখনও পর্যন্ত জ্যাকলিন প্রস্তাবে সম্মতি জানাননি, তবে বলিউডের অন্দরের খবর, তিনি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। সব ঠিকঠাক থাকলে শিগগিরই তথ্যচিত্রের কাজ শুরু হতে পারে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ মে সুকেশ চন্দ্রশেখর গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের একাধিক মামলা রয়েছে। যদিও গত মাসে বম্বে হাইকোর্ট থেকে এক মামলায় জামিন পান, তিনি এখনো অন্যান্য মামলার কারণে জেলে আছেন।
এদিকে, প্রেম চলছেই! ইডির ২০২২ সালের চার্জশিটে বলা হয়েছে, সুকেশ জ্যাকলিনকে দামী গাড়ি, গয়না, বিদেশি বিড়ালসহ মূল্যবান উপহার দিতেন, যা অবৈধ টাকায় কেনা হতো। ফলে এই প্রেম শুধুই আবেগের নয়, অর্থকড়ির গল্পও বটে।
এই রোমাঞ্চকর কাহিনি এবার সিনেমার চেয়েও সিনেমাটিক হতে চলেছে বলে মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা।