Ridge Bangla

শুকনো তিস্তায় হঠাৎ উজানের ঢল, পানির স্তর বৃদ্ধি

দীর্ঘদিনের খরার পর হঠাৎ করেই পানিতে ভরতে শুরু করেছে তিস্তা নদী। ভারতের উজান থেকে আসা পানির ঢল ও দেশের অভ্যন্তরে বৃষ্টির কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানির স্তর বেড়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দেশের বৃহত্তম সেচ প্রকল্প ডালিয়া ব্যারাজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। তিনি জানান, গত শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত পানির স্তর ৫ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনো তা বিপদসীমার ১৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, “উজানে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ার কারণে হঠাৎ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এটি আপাতত কোনো বড় ঝুঁকি সৃষ্টি করছে না।”

লালমনিরহাট সদর ও হাতীবান্ধা উপজেলার কৃষকদের মতে, শুকনো নদীতে হঠাৎ পানি আসায় জমিতে সেচ কার্যক্রমে সুবিধা হয়েছে। এক কৃষক বলেন, “শনিবার দুপুরেও যেখানে ধূ-ধূ বালুচর ছিল, রোববার সকাল থেকে সেখানে পানি জমতে শুরু করেছে।”

স্থানীয় প্রশাসন বলছে, এখনো নদীতে কোনো বিপদসংকেত নেই। তবে পানি আরও বাড়লে নিচু এলাকার ফসলি জমিতে প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

আরো পড়ুন