Ridge Bangla

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র-জনতা

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ৩৭ ঘণ্টারও বেশি সময় ধরে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র ও জনতা। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি শনিবার (১০ মে) দুপুরেও অব্যাহত রয়েছে।

আন্দোলনে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ‘জুলাই অভ্যুত্থান’ সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। আন্দোলনকারীরা জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

শনিবার দুপুরে শাহবাগ মোড়ে দেখা যায়, আন্দোলনকারীরা স্লোগানে মুখরিত করে রেখেছেন এলাকা। তাদের হাতে দেখা গেছে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন, যাতে লেখা ছিল:

  • “আওয়ামী লীগ ব্যান করো”

  • “লীগ ধর, জেলে ভর”

  • “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর”

এই অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মিন্টো রোডের মুখে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগে এসে অবস্থান নেন।

আন্দোলনের নেতৃত্বে রয়েছেন এনসিপি’র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও স্বৈরতন্ত্রের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তাই জনগণ এবার চূড়ান্ত নিষ্পত্তির জন্য মাঠে নেমেছে।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সন্ত্রাসী কার্যক্রম ও স্বৈরশাসনের অভিযোগ বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকেও আমলে নেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এবং জনগণকে এই সময়ে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন