ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত বেনগকুলু প্রদেশে শুক্রবার (২৩ মে) ভোর ২:৫২ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা বিভিন্ন উৎসে ৫.৭ থেকে ৬.৩ এর মধ্যে রেকর্ড করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৮ কিলোমিটার এবং উপকেন্দ্র ছিল বেনগকুলুর উপকূলসংলগ্ন এলাকায়। অন্যদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূভৌগোলিক সংস্থা (BMKG) ভূমিকম্পটির মাত্রা ৬.০ এবং গভীরতা ৮৪ কিলোমিটার বলে জানিয়েছে।
ভূমিকম্পটি সুনামির আশঙ্কা তৈরি না করলেও, বেনগকুলু শহরে অন্তত ১০০টি ঘরবাড়ি ও ছয়টি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাদেশিক গভর্নর হেলমি হাসান জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে অর্ধেকের বেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন বাসিন্দা আহত হলেও, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি বছরে গড়ে ৯,২০০টির বেশি ভূমিকম্প অনুভব করে, যার অনেকগুলোই বিধ্বংসী হতে পারে।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে উদ্ধার ও পুনর্গঠনের কার্যক্রম শুরু করেছে। ভবিষ্যতে এমন দুর্যোগের মোকাবেলায় প্রস্তুতি জোরদার করার ওপর জোর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।