Ridge Bangla

গুমোট আবহাওয়ায় উত্তাল ভোলার নদ-নদী ও উপকূল

গুমোট আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে ভোলার নদ-নদী ও উপকূলীয় এলাকায় অস্বাভাবিক উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বুধবার (১৪ মে) ভোর থেকেই জেলার বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

সরেজমিনে মেঘনা, তেঁতুলিয়া, কালাবাদর, বেতুয়া ও ইলশা নদীতে দেখা গেছে, বাতাসের তীব্রতায় পানি অস্বাভাবিকভাবে উত্তাল হয়ে উঠেছে। মাছধরা নৌকা ও ট্রলারগুলো নিরাপত্তার জন্য মূল ভূখণ্ডের কাছাকাছি এসে অবস্থান নিয়েছে।

সকালে ঢাকা-ভোলা, লক্ষ্মীপুর-ইলিশা এবং ভোলা-বরিশাল নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হলেও দুপুরের পর পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লঞ্চ মালিকরা। মেসার্স ব্রাদার্স নেভিগেশনের ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, আবহাওয়া আরও খারাপ হলে কর্ণফুলী সিরিজের লঞ্চগুলো চলাচল বন্ধ রাখা হবে।

বিআইডব্লিউটিএ’র বরিশালের লাহারহাট ফেরিঘাটের ম্যানেজার সিহাবউদ্দিন বলেন, “নদী উত্তাল থাকলে সতর্কতার সঙ্গে ফেরি চালানো হয়। তবে ঝড়ো পরিস্থিতি তৈরি হলে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে।”

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভোলা কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, বরিশাল ও ভোলা অঞ্চলে যে কোনো সময় দমকা হাওয়াসহ ঝড় এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন