Ridge Bangla

দুপুরের মধ্যে চার জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার (১৪ মে) দুপুর ১টার মধ্যে দেশের চারটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুকের স্বাক্ষরিত বিশেষ বার্তায় বলা হয়েছে, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এ ঝড় বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এছাড়া রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনাসহ দেশের কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আরো পড়ুন