নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে চুরি হওয়া চার মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নিঃসন্তান দম্পতি মাহমুদা বেগম (২৮) ও তার স্বামী আসাদুল (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ মে) রাতে সদর উপজেলার পূর্ব মাসদাইর এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়া সন্দেহভাজন হিসেবে আরও দুজনকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারটি হলো অটোরিকশাচালক মনোয়ারুল (৩২) ও গার্মেন্টসকর্মী তাহসিনা আক্তার (২৮)। চুরি হওয়া শিশুটির নাম মাসকুরা বিন তিশা।
পুলিশ জানায়, তাহসিনা মাসদাইর ফারিয়া গার্মেন্টসে কাজ করেন এবং তার স্বামী অটো চালান। কাজের সময় তাদের বড় মেয়ে মরিয়ম (১০) ছোট বোন তিশার দেখাশোনা করতো। প্রতিদিন সকাল ১০টার দিকে মরিয়ম ছোট বোনকে নিয়ে মায়ের কাছে দুধ খাওয়াতে নিয়ে যেতো।
৭ মে সকালে একইভাবে যাওয়ার সময় বিসিক শিল্প এলাকার গাইবান্ধা টেইলার্সের সামনে আসামি মাহমুদা বেগম কৌশলে তিশাকে কোলে তুলে নেয় এবং মরিয়মকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে টাকা দেয়। মরিয়ম দোকানে গেলে মাহমুদা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
শিশুটি না পেয়ে পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় অভিযোগ করা হয়। পরে ১৩ মে শিশুর বাবা আনুষ্ঠানিক মামলা করেন। র্যাব-১১ এর সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং মাহমুদাকে গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদা চুরির বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, ১২ বছরের দাম্পত্য জীবনে সন্তান না থাকায় পারিবারিক ও সামাজিক চাপে ছিলেন। সাত মাস আগে অন্তঃসত্ত্বা হলেও মিসক্যারেজ হয়ে যায় এবং তিনি বিষয়টি গোপন রাখেন। এরপর চুরি করা শিশুটিকে নিজের সন্তান বলে পরিচয় দিতে চেয়েছিলেন।