Ridge Bangla

দীর্ঘদিন পরে দর পতনের শেয়ারবাজারে উত্থান

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাতের প্রভাবে বাংলাদেশের শেয়ারবাজারে বুধবার (৮ মে) বড় ধরনের দরপতন দেখা দেয়। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় হু হু করে বিক্রি বাড়ে, যার ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক একদিনেই ১৪৯ পয়েন্ট কমে যায় এবং বাজার মূলধন থেকে উধাও হয় প্রায় ১০ হাজার কোটি টাকা।

তবে পরদিন বৃহস্পতিবার (৯ মে) বাজারে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটে। আতঙ্ক কেটে যাওয়ায় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হয়ে ওঠেন এবং বাজারে ক্রয়ের প্রবণতা বৃদ্ধি পায়। ফলে ডিএসইতে লেনদেন হওয়া ৯৫.৬৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে যায়।

বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিন শেষে:

  • ৩৭৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে

  • মাত্র ১০টির কমেছে

  • ৭টির শেয়ারদাম অপরিবর্তিত ছিল

ভালো লভ্যাংশদাতা ২১২টি কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেলেও মাত্র ২টির দাম কমেছে। প্রধান সূচক বেড়ে যায় ২ শতাংশ এবং বাজার মূলধন বেড়ে যায় প্রায় ৮ হাজার কোটি টাকা।

এদিকে বুধবারের দরপতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিনিয়োগকারীরা “কাফন মিছিল” নামে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাঁরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান আবু আহমেদের অপসারণ দাবি করেন।

বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরের পহেলগামে হামলার জেরে ভারতের সামরিক অভিযানের পাল্টা জবাবে পাকিস্তানের জবাবি হামলার ফলে উপমহাদেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়। এই যুদ্ধাবস্থা শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলেছে। তবে বৃহস্পতিবারের উত্থান বিনিয়োগকারীদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে।

আরো পড়ুন