Ridge Bangla

ঈদের আগেই নতুন শাখার সুখবর দিল স্টার সিনেপ্লেক্স

ঈদে সিনেমা দেখা বাংলাদেশের মানুষের বড় একটি বিনোদনের অংশ। প্রিয়জনদের সঙ্গে সিনেমা দেখতে হলে এখন শহরবাসীর প্রথম পছন্দ হয়ে উঠেছে মাল্টিপ্লেক্স হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়েছে আধুনিক এই প্রেক্ষাগৃহ। দর্শকদের চাহিদা মাথায় রেখে ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে এর শাখা।

এবার ঈদ উপহার হিসেবে ঢাকায় আরও একটি নতুন শাখা চালু করছে স্টার সিনেপ্লেক্স। এয়ারপোর্টের পাশে ‘সেন্টার পয়েন্ট শপিং মলে’ গড়ে উঠেছে এই নতুন শাখা। কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন ঈদের দিন থেকেই দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন। বিশেষ করে এয়ারপোর্ট এলাকা ও উত্তরা অঞ্চলের বাসিন্দাদের জন্য এটি বাড়তি আনন্দ নিয়ে আসবে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ জানান, উত্তরা এলাকায় একটি শাখার দাবি দীর্ঘদিন ধরেই ছিল দর্শকদের। সরাসরি ও অনলাইনে দর্শকদের কাছ থেকে এই দাবি পেয়ে প্রতিষ্ঠানটি অবশেষে তা পূরণ করতে যাচ্ছে। তিনি বলেন, “উত্তরা, টঙ্গী, সাভার ও গাজীপুরের দর্শকদের কথা চিন্তা করে এই নতুন শাখা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নতুন এই শাখায় থাকছে চারটি আলাদা হল—একটি ভিআইপি হল, একটি রয়্যাল হল এবং দুটি প্রিমিয়াম হল। আসনসংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি। সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম, বিশাল জায়ান্ট স্ক্রিন এবং বিশ্বমানের নান্দনিক পরিবেশ নিয়ে নির্মিত হয়েছে প্রতিটি হল।

মেসবাহউদ্দিন আহমেদ আরও জানান, স্টার সিনেপ্লেক্স দেশের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করছে। আগামীতেও দেশব্যাপী আরও নতুন নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকায় বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। এছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামেও নতুন শাখার কাজ চলছে।

বিশ্বমানের প্রযুক্তি ও মনোমুগ্ধকর পরিবেশের কারণে স্টার সিনেপ্লেক্স দিন দিন দর্শকদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

আরো পড়ুন