কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তবে সুস্থ হয়ে ওঠার পরপরই নতুন সম্পর্কের গুঞ্জনে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। শোনা যাচ্ছে, অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে সৃজিতের।
সম্প্রতি একটি ফিল্মি পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুজনকে একসঙ্গে দেখে অনেকেই ধারণা করছেন, তবে কি নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা?
এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৃজিত পরিষ্কারভাবে জানিয়েছেন, ‘‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু। তিনি অত্যন্ত শিক্ষিত একজন নারী। আমাদের দু’জনের পছন্দের জায়গায় কিছুটা মিল আছে। বিশেষ করে আমরা দু’জনেই সাপ ভালোবাসি এবং এ বিষয়েও কাজ করেছি।’’
উল্লেখ্য, আলেকজান্দ্রা টেলর ইতিমধ্যেই একাধিক বাংলা চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তাকে প্রথম দেখা গিয়েছিল অংশুমান প্রত্যুষের পরিচালনায় ‘ওগো বিদেশিনী’ ছবিতে, যেখানে তিনি অঙ্কুশের বিপরীতে অভিনয় করেন। এরপর ‘বাঘা যতীন’ এবং ‘বাবুসোনা’ সিনেমাতেও দেখা গেছে তাকে।
বর্তমানে সৃজিত তার নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’র মুক্তির অপেক্ষায় রয়েছেন। এরপর তিনি কাজ শুরু করবেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘গোয়েন্দা কানাইচরণ’ ছবির জন্য। শোনা যাচ্ছে, এই দুটি ছবিতে আলেকজান্দ্রাকে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে সৃজিত জানিয়েছেন, ‘‘আলেকজান্দ্রার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো ওর জন্য কোনো নির্দিষ্ট চরিত্র ঠিক করিনি।’’
প্রসঙ্গত, কিছুদিন আগে সৃজিত এবং মিথিলার দাম্পত্য সম্পর্কে ভাঙনের গুঞ্জন শোনা গিয়েছিল। দাবি করা হয়েছিল, তারা নাকি আর একসঙ্গে থাকেন না। যদিও এ বিষয়ে দু’জনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বরং তারা গুজব বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। চলচ্চিত্র জগতের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তাই নতুন করে আলোচনায় এসেছেন সৃজিত মুখার্জি।