নায়িকাদের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়, তবে এবার সেই দ্বন্দ্ব ঘটল দর্শকদের চোখের সামনে—মজার ছলে! টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও কৌশানী সম্প্রতি জড়িয়ে পড়লেন এক ‘প্রেমিক’কে ঘিরে হালকা-পাতলা ঝগড়ায়। আর সেই ‘প্রেমিক’ হলেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
সম্প্রতি শিবপ্রসাদ একসঙ্গে কাজ করেছেন দুই নায়িকার সঙ্গেই—একটি ছবির নাম ‘বহুরূপী’, অন্যটি ‘আমার বস’। দুই ছবিতেই তার বিপরীতে ছিলেন শ্রাবন্তী ও কৌশানী। ছবির চরিত্র ‘মৌসুমী’ ও ‘ঝিমলি’র মধ্যকার রোমান্টিক রivalry নিয়েই তৈরি হয় মজার এক উপস্থাপনা।
‘আমার বস’ ছবির মিউজিক লঞ্চের মঞ্চে হঠাৎ উপস্থিত হন কৌশানী, যেখানে শ্রাবন্তী ও শিবপ্রসাদ আগেই ছিলেন। তখনই শুরু হয় দুই চরিত্রের মধ্যে হাস্যরসাত্মক ঝগড়া—কে শিবপ্রসাদের প্রেমিকা হবেন তা নিয়ে! পরিস্থিতি এমন হয় যে, শিবপ্রসাদকেও দুই নায়িকাকে সামাল দিতে বেগ পেতে হয়।
পুরো ঘটনাটি ছিল ছবির প্রচারণার একটি অংশ, যা রোমান্স ও হিউমারে ভরপুর এক অভিনব পরিবেশনা হিসেবে দর্শকদের মন জয় করে নেয়।