Ridge Bangla

তারকা দম্পতি বিরাট-আনুশকার সম্পর্ক ভাঙছে? গুঞ্জন ঘিরে জল্পনা তুঙ্গে

ভারতের ক্রীড়া ও বিনোদন জগতের জনপ্রিয় জুটি বিরাট কোহলি ও অনুশকা শর্মা আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক এক ঘটনায় তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

বিতর্কের সূত্রপাত হয়, অভিনেত্রী অভনীত কৌরের একটি গ্ল্যামারাস ছবিতে বিরাট কোহলির ‘লাইক’ ঘিরে। যদিও বিরাট দাবি করেছেন, এটি ইচ্ছাকৃত ছিল না, বরং ইনস্টাগ্রামের অ্যালগরিদমের ভুলের কারণে এমনটা ঘটেছে।

তবে বিতর্ক থামছে না। সম্প্রতি বেঙ্গালুরুতে একসঙ্গে ডিনারে দেখা যায় বিরাট-আনুশকাকে। তবে গাড়ি থেকে নামার সময় আনুশকা বিরাটের বাড়ানো হাত এড়িয়ে যান—এই দৃশ্য ভাইরাল হয়ে সম্পর্ক নিয়ে সন্দেহ বাড়ায়।

এছাড়া, মুম্বাইতে দুজনকে দেখা গেলেও তারা আলাদাভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হন, এবং পাপারাজ্জির ক্যামেরায় তাদের মাঝে দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে।

তবে এই সব গুঞ্জনের মাঝেও ১ মে অনুশকার জন্মদিনে বিরাটের দেওয়া আবেগঘন পোস্ট অনেকের মনে আশা জাগিয়েছে। তিনি লেখেন,
“আমার সবচেয়ে ভালো বন্ধু, জীবনসঙ্গী, নিরাপদ আশ্রয়—তুমি সবকিছু।”

অন্যদিকে, অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ড. শ্রীরাম নেনে এক সাক্ষাৎকারে জানান, “বিরাট ও আনুশকা স্থায়ীভাবে লন্ডনে বসবাসের কথা ভাবছেন, কারণ ভারতে তারা স্বাভাবিক জীবন উপভোগ করতে পারছেন না।”

২০১৩ সালে একটি বিজ্ঞাপন শুটিংয়ে পরিচয় হয় বিরাট-আনুশকার, ২০১৭ সালে তারা বিয়ে করেন। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে—ভামিকা ও আকায়।

তবে এই জনপ্রিয় জুটির সম্পর্ক ভাঙনের গুঞ্জন কতটা ভিত্তিহীন, আর কতটা বাস্তব—তা এখনো স্পষ্ট নয়।

আরো পড়ুন