Ridge Bangla

মঞ্চেই অজ্ঞান দক্ষিণী অভিনেতা বিশাল, অতঃপর হাসপাতালে ভর্তি

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশাল হঠাৎ করেই এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে জরুরি চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার কুভাগাম গ্রামে। ‘মিস কুভাগাম ২০২৫’ নামের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশাল। এই প্রতিযোগিতাটি তামিল মাস উৎসব উপলক্ষে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠান চলাকালীন বিশাল হঠাৎ করেই মঞ্চে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আয়োজকরা ও উপস্থিত দর্শকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সাবেক মন্ত্রী কে. পোনমুদির নির্দেশে তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভিনেতার ম্যানেজার হরি কৃষ্ণান জানান, বিশাল কিছুদিন ধরে জ্বর ও অতিরিক্ত ক্লান্তিতে ভুগছিলেন। ব্যস্ত সময়সূচি ও অনিয়মিত খাবার গ্রহণের কারণে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়।

এর আগে, এ বছর জানুয়ারিতেও বিশাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন। বারবার অসুস্থ হওয়ায় তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশালকে সর্বশেষ দেখা গেছে ‘মাধা গজ রাজা’ ছবিতে, যা ২০২৫ সালের পংগাল উৎসবে মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে এবং বিশ্বব্যাপী ৫৬ কোটি টাকার বেশি আয় করে। শুধু তামিলনাড়ু থেকেই আয় হয় ৫৩.৫০ কোটি টাকা।

আরো পড়ুন