Ridge Bangla

মুনমুনের উপস্থাপনা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

উপস্থাপনা, একসময়ের পরিশীলিত শিল্প, এখন অনেকের চোখে চটকদার ও অপ্রসঙ্গিক প্রশ্নে ভরপুর বিনোদনের উপকরণে পরিণত হয়েছে। ঠিক এমন সময়ে সামাজিক মাধ্যমে উপস্থাপক হিসেবে রুমানা মালিক মুনমুনের নাম সামনে এনে প্রশংসার ঝড় তুলেছেন নেটিজেনরা।

সম্প্রতি ‘বাংলা চলচ্চিত্র’ নামের একটি ফেসবুক গ্রুপে রহমান মতি নামের একজন সদস্য একটি পোস্টে মুনমুনের উপস্থাপনা স্টাইলের প্রশংসা করেন। তিনি লেখেন, “আজকাল উপস্থাপনাটা অনেকটাই সস্তা হয়ে গেছে। অথচ মুনমুন কখনোই অপ্রাসঙ্গিক বা বিব্রতকর প্রশ্ন করতেন না।” তিনি ‘আমার আমি’ অনুষ্ঠানে হুমায়ুন ফরীদির একটি সাক্ষাৎকারের উদাহরণ দেন, যেখানে মুনমুন সুবর্ণা মুস্তাফাকে নিয়ে প্রশ্ন করার আগে ফরীদির অনুমতি নেন, এবং না বললে আর কিছুই প্রশ্ন করেননি।

এই পোস্টের পর থেকেই অনেকেই মন্তব্য করে মুনমুনের সৌম্য আচরণ, স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণ এবং বিষয়ানুগ প্রশ্ন করার দক্ষতার প্রশংসা করেন। কেউ কেউ উল্লেখ করেন, বর্তমান উপস্থাপকদের মাঝে এমন ভদ্রতা ও ব্যক্তিত্বের ঘাটতি রয়েছে।

নেটিজেনদের মতে, মুনমুনের উপস্থাপনায় সবসময় একটি শৈল্পিক মর্যাদা বজায় থাকত এবং তিনি যাদের সাক্ষাৎকার নিয়েছেন, তারা ছিলেন নিজেদের ক্ষেত্রে গুণী ও মর্যাদাবান। অনেকেই আশা প্রকাশ করেছেন, তিনি যেন আবার উপস্থাপনায় ফিরে আসেন এবং এ শিল্পটি যেন আবার তার আগের মর্যাদা ফিরে পায়।

আরো পড়ুন