Ridge Bangla

রিলস বানাতে গিয়ে নদীতে ডুবে ৬ কিশোরীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য রিলস ভিডিও বানাতে গিয়ে ছয় কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (৩ মে) আগ্রার সিকান্দরা থানা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথমে চারজন কিশোরী ডুবে যায় এবং বাকিদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় আরও দুইজনের। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

আগ্রার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছয় কিশোরী নদীর তীরবর্তী জমিতে কাজ শেষে গরম থেকে রেহাই পেতে পানিতে নামে। প্রথমে তারা নদীর পাশে খেলাধুলা করছিল এবং মোবাইলে রিলস ভিডিও ধারণ করছিল। এরপর অসাবধানতাবশত নদীর গভীরে চলে গেলে তারা স্রোতের টানে ডুবে যায়।

মৃত কিশোরীরা সবাই পাশের একটি গ্রামের বাসিন্দা। এমন আকস্মিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের এক স্বজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নদীর ধারে খেতে কাজ করছিল তারা। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করতে পানিতে নামে। কিন্তু এমন মর্মান্তিক কিছু ঘটবে, তা কখনো কল্পনাও করিনি।”

আরো পড়ুন