Ridge Bangla

ময়মনসিংহের ৬ থানার ওসিকে বদলির আদেশ

ময়মনসিংহ জেলার ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একদিনের ব্যবধানে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্য, জুয়ার বোর্ড থেকে অর্থ আদায় এবং দালালদের সঙ্গে ঘনিষ্ঠতা—এমন একাধিক অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

রোববার (৪ মে) এবং সোমবার (৫ মে) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এআইজি মো. মিনহাজুল আলম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব থানার ওসিদের বদলি করা হয়েছে, সেগুলো হলো—

  • কোতোয়ালি মডেল থানা

  • গৌরীপুর থানা

  • ভালুকা মডেল থানা

  • নান্দাইল থানা

  • হালুয়াঘাট থানা

  • মুক্তাগাছা থানা

সোমবার বদলি হওয়া ওসিরা হলেন:

  • কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান শফিক

  • গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার

  • ভালুকা থানার ওসি মো. শামছুল হুদা খান

  • নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ

এদের মধ্যে শফিকুল ইসলাম, মাজহারুল আনোয়ার এবং শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে, ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

রবিবার বদলি হওয়া কর্মকর্তারা হলেন:

  • হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের — বদলি এপিবিএনে

  • মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন — বদলি বরিশাল রেঞ্জে

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এসব বদলি জনস্বার্থে এবং বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত মান রক্ষার স্বার্থেই করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন