Ridge Bangla

ধর্ষণ মামলায় গ্রেপ্তার নোবেল, সাবেক স্ত্রীর প্রতিক্রিয়া

সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। অভিযোগ, তিনি এক নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন। সোমবার (২০ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়ার পর নোবেলকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, নোবেলের সাবেক স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ ফেসবুকে লেখেন, “আমি বর্তমানে দেশের বাইরে এবং কোনো মামলা দায়ের করিনি।” উল্লেখ্য, ২০১৯ সালে নোবেল ও সালসাবিলের বিয়ে হয়েছিল এবং ২০২১ সালে সালসাবিল তাকে তালাক দেন। তিনি তখন নোবেলের বিরুদ্ধে মাদকাসক্তি ও নির্যাতনের অভিযোগ এনেছিলেন।

ধর্ষণের অভিযোগকারী নারী জানান, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। ২০২৩ সালের ১২ নভেম্বর নোবেল তাকে ডেমরার একটি বাসায় নিয়ে যান এবং আটকে রেখে ধর্ষণ করেন। এরপর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১৯ মে পর্যন্ত ওই বাসায় আটক করে রাখেন।

এর আগেও নোবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছিল। ২০২৩ সালে একটি অনুষ্ঠানে না গিয়ে অগ্রিম পারিশ্রমিক আত্মসাৎ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

নতুন এই মামলায় নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে সামাজিক ও গণমাধ্যমে।

আরো পড়ুন