Ridge Bangla

শ্রদ্ধার পারিশ্রমিকে আকাশ ছোঁয়ার গল্প

বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনয়জগতে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী টু’ সিনেমায় তাঁর অভিনয় ছিল দারুণ প্রশংসিত, যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার জানা গেল, নতুন একটি সিনেমার জন্য তিনি নিচ্ছেন রেকর্ড পরিমাণ পারিশ্রমিক।

রেকর্ড গড়া পারিশ্রমিক

‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্ত্রী টু’-তে শ্রদ্ধা পেয়েছিলেন ৫ কোটি রুপি পারিশ্রমিক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ১২ লাখ টাকা। তবে একতা কাপুর প্রযোজিত নতুন একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ১৭ কোটি রুপিতে—বাংলাদেশি টাকায় যা প্রায় ২৪ কোটি ৪২ লাখের বেশি। শুধু তাই নয়, তিনি ছবির মুনাফা থেকেও আয় করবেন বলে জানা গেছে।

প্রযোজকের মন্তব্য

বক্স অফিস সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, “শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে এটিই সর্বোচ্চ পারিশ্রমিক। হিন্দি সিনেমার নারী অভিনেত্রীদের মধ্যে এটি অন্যতম উচ্চ পারিশ্রমিক। তাঁকে চুক্তিবদ্ধ করতে পেরে একতা কাপুরও অত্যন্ত সন্তুষ্ট।”

নতুন সিনেমা ও ভবিষ্যৎ পরিকল্পনা

এই নতুন সিনেমাটি হবে ‘স্ত্রী টু’-এর সিক্যুয়েল এবং এটি পরিচালনা করবেন রাহি অনিল বার্ভে। ছবিটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে এটি একটি থ্রিলারধর্মী ছবি হবে বলে জানা গেছে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

স্ত্রী টু-এর সাফল্য

শ্রদ্ধা কাপুর সর্বশেষ ‘স্ত্রী টু’ ছবিতে অভিনয় করেন, যার পরিচালক ছিলেন অমর কৌশিক এবং সহ-অভিনেতা ছিলেন রাজকুমার রাও। কমেডি ও হরর মিশ্রণে তৈরি ছবিটি ১৫ আগস্ট বিশ্বব্যাপী প্রায় ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১২০ কোটি রুপি বাজেটের এই ছবি আয় করে ৮৭৪ কোটি রুপির বেশি, যা শ্রদ্ধার ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য হিসেবে বিবেচিত।

আরো পড়ুন