কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মোটরসাইকেল-আসক্তিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাইক ট্র্যাপ’। তরুণ সমাজে ক্রমবর্ধমান এই প্রবণতা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শুভংকর পাল।
নির্মাতা শুভংকর পাল জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়, উঠতি বয়সের তরুণরা পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে—বিশেষ করে মোটরসাইকেল না পাওয়ার মতো ঘটনাকে কেন্দ্র করে। আমার নিজ গ্রাম আলফাডাঙ্গায় এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সেই অভিজ্ঞতা থেকেই চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিই।”
পাঁচালী প্রডাকশনের ব্যানারে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেইলার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। এতে অভিনয় করেছেন তরুণ শিল্পীরা—মো. জাহিদুল ইসলাম, মো. নয়ন মোল্যা, সাকিল সিকদার, হৃদয় খন্দকার, মো. হাবিব এবং পারভেজ হোসেন।
নির্মাতার পরিকল্পনা রয়েছে, অনলাইনে মুক্তির আগে চলচ্চিত্রটি দেশের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের মাঝে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে দেখানোর। সামাজিক বার্তাবাহী এই চলচ্চিত্র তরুণ সমাজে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকমহলে।