ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ শিরিন শিলা সম্প্রতি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ছয় বছরের প্রেমের সম্পর্কের পর গত বছরের অক্টোবরে তিনি প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এখন তারা সুখী দম্পতি হিসেবে একসঙ্গে জীবন কাটাচ্ছেন।
প্রেমের শুরু থেকে বিয়ের গল্প পর্যন্ত সবকিছু নিয়েই অকপট শিরিন শিলা। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাদের পরিচয় হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। শিলার ঘনিষ্ঠ এক বান্ধবীর প্রেমিকের বন্ধু ছিলেন সাজিল। একদিন সেই বান্ধবী যখন তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, তখন শিলাকেও সঙ্গে নিয়ে যান। সেখানেই প্রথম দেখা হয় সাজিলের সঙ্গে। পরিচয়ের শুরুতে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
শিলা হেসে বলেন, “আমার হাজবেন্ডের স্বভাবই ছিল খোঁচা দিয়ে কথা বলা। আরেকটা ব্যাপার, ও মানুষকে মজা করে একটু পচাতো। আগে এসব সহ্য করতে হতো প্রেমিকার পরিচয়ে, এখন তো সুযোগ পেলেই শ্বশুর-শাশুড়ির কাছে বিচার দিই।”
বিয়ের আগে প্রেমের সম্পর্ক লুকিয়ে রাখতে হতো উল্লেখ করে শিলা বলেন, “আগে চুরি করে প্রেম করতে হতো। এখন সবাই জানে আমরা স্বামী-স্ত্রী, কোথাও গেলে আর লুকোতে হয় না।” বিয়ের পরের জীবন কেমন চলছে জানতে চাইলে তিনি হেসে বলেন, “খুব মজার।”