Ridge Bangla

‘হীরামন্ডি’ খ্যাত অভিনেত্রী শারমিন সেগাল মা হলেন

বিখ্যাত ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’-তে আলমজেব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা বলিউড অভিনেত্রী শারমিন সেগাল মা হয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ মে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

তবে এখনো পর্যন্ত শারমিন বা তাঁর স্বামী অমন মেহতা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি অমন মেহতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শারমিন। বিয়ের এক বছরেরও কম সময়ের মধ্যে নতুন অতিথি এসে তাদের দাম্পত্য জীবনে যোগ করেছে নতুন মাত্রা।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর একেবারেই গোপন ছিল। সামাজিক মাধ্যম বা সংবাদমাধ্যমে এ নিয়ে কোনো আভাস দেননি শারমিন। সন্তান জন্মের খবরও এসেছে খুব নীরবভাবে।

প্রসঙ্গত, শারমিন সেগাল বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা ভানশালীর ভাগ্নি। তাঁর মা বেলা সেগাল একজন খ্যাতনামা চলচ্চিত্র সম্পাদিকা। শারমিনের অভিনয় জীবন নিয়ে নানা সমালোচনা থাকলেও তাঁর পারিবারিক ও ব্যক্তিগত জীবনে এখন বইছে আনন্দের জোয়ার।

অন্যদিকে, অমন মেহতা একজন সফল ব্যবসায়ী ও ভারতের অন্যতম ধনী শিল্পপতিদের একজন। তাঁর মালিকানাধীন সম্পদের পরিমাণ প্রায় ৫৩,৮০০ কোটি রুপি বলে জানা যায়।

এই সুখবরের পর ভক্ত-অনুরাগী ও বলিউড মহলে শারমিন ও অমন দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

আরো পড়ুন